আন্তর্জাতিক ডেস্ক:
স্ত্রীকে নিখোঁজ হলে স্বামী বেচারার ঘুম তো হারাম হবেই। পুলিশের দুয়ারে ধর্ণা দিয়ে হলেও স্ত্রীকে ফিরে পেতে চান অনেক স্বামী। তবে এখানে যে ঘটনা ঘটেছে তা একেবারেই অন্যরকম। স্ত্রীকে ফিরে পেতে একজন নয়, দুজন ‘স্বামী’ হাজির হয়েছেন থানায়। তাদের দাবি, স্ত্রী দুই স্বামীকে ছেড়ে পালিয়েছেন প্রেমিকের হাত ধরে! খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি থানায় এসেছিলেন স্ত্রীয়ের খোঁজ করতে। তাদের অভিযোগ নিতে গিয়ে পুলিশ খেয়াল করে, দু’জনে আসলে একই নারীর কথা বলছেন।
তারপর জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে, একই নারীর স্বামী তারা।
ওই দুজন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকের সঙ্গে ওই নারীর পরিচয়। কয়েকদিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে ওই নারী প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে পালিয়ে যান বলে দাবি করেছেন দ্বিতীয় স্বামী।
ওই নারী দ্বিতীয় স্বামীর সঙ্গেই থাকতেন। প্রথম স্বামীর সঙ্গে প্রায় চার বছরের সম্পর্ক ছিল ওই নারীর। তাদের দু’টি সন্তানও রয়েছে। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করেন ওই নারী।