ঝালকাঠি প্রতিনিধি :নাগরিকত্ব সংশোধনী আইনের নামে দীর্ঘদিন ধরে ভারতে সংখ্যালগু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে প্রতিবাদী নাগরিক মঞ্চ ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। প্রতিবাদী নাগরিক মঞ্চের আহবায়ক প্রশান্ত দাস হরির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, প্রতিবাদী নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট আককাস সিকদার, সুজনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, অ্যাডভোকেট মানিক আচার্য্য, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সাংবাদিক অলোক সাহা, স্বপ্নপূরণ সংগঠনের সভাপতি এইচ এম রিয়াজ, ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সংখ্যালঘু মুসলমানদের ওপর শুধু ধর্মীয় বিদ্বেষের কারণে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা দোষে নিরপরাধ মুসলমানদের ওপর নির্যাতন ও জুলুম বন্ধের দাবী জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন