মো: নাজমুল হুদা মানিক ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবক পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য দানবীর বিশিষ্ট শিল্পপতি জননেতা আলহাজ্ব এম এ ওয়াহেদ এর পক্ষ থেকে ভালুকা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে। ১৬ আগষ্ট দুপুরে ভালুকার ওয়াহেদ টাউয়ারে শোকসভা, মিলাদ মাহফিল, জাতির জনক বঙ্গবন্ধু,তাঁর পরিবার ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত দোয়া ও খাবার বিতরন এর মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসুচী পালিত হয়েছে। ভালুকা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকু এর পরিচালনায় বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম খরিল, আঞ্চলিক শ্রমিকলীগের সাবেক আহবায়ক সাংবাদিক মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এবিএম জিয়াউদ্দিন বাশার, উপজেলা আওয়ামীলী সদস্য আফজাল হোসেন মন্ডল, মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্রজেন চন্দ্র দাস, ৩নং ভরাডোবা ইউনিয়ন সাধারন সম্পাদক মাহাবুবুল আলম বাবলু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, উপজেলা যুবলীগ সহসভাপতি পলাশ মানিক, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সুজন, ভরাডোবা ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো: আবুল হাশেম, কাচিনা ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, আঞ্চলিক যুবলীগ যুগ্ন সম্পাদক রুমেল আকাশ, ডাকাতিয়া ইউপি সদস্য আসাদুজ্জামান খান দুদু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া ১র্ন উথুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক চৌধুরী, ১১র্ন রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হক মাষ্টার, ২র্ন মেধুয়ারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, ভালুকা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ রাসেল সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকু জানান, ভালুকায় আলহাজ্ব এম এ ওয়াহেদের পক্ষ থেকে নানা কর্মসুচির মধ্যোদিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বক্তাগন পাপুয়া নিউগিনি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, সমাজ সেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ ওয়াহেদের জন্যও দোয়া প্রার্থনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে প্রতি ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ ও শ্রমিকলীগ নেতৃবৃন্দের হাতে নগদ ৩০ হাজার টাকা করে তোলে দেয়া হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতা/কর্মীর পাশাপাশি স্থানীয় ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *