-কলমে মোল্লা হারুন উর রশীদ
একটা মন কই পাই
একটা মন কই পাই ভাই।
ধরনীতে মন নাই
গগনে তাকাই সেখানেও মন নাই।
মন কই পাই
মন কই পাই
কোন গন্জে তাকে খুজে পাই।
সবখানে হতাশা তামাশা নাই আর নাই।
মন কই খুজে পাই।
হঠাৎ পরিচয়ে বেশ ভাবসাব তার ভাই।
নিজের মন দিয়ে তার মন মিলাতে তার কাছে খোঁচা পাই।
প্রেম করতে চাই
প্রেমের ওজন বহন করবার মত মন কই পাই
ভালোবাসতে চাই
মোর ভালোবাসা নেয়ার মত ক্ষমতা তার নাই।
চারিদিকে মনের গহীনে সুন্দর মন নাই।
মুখে বলি মোরা তুই মোর ভালোবাসার থলি
আসলে মোরা কি তারে, মনের কথা বলি!
সবকিছু এলোমেলো কে খেলো আর কে খেলো না এতে কোন যায় আসে না।
ভন্ড সমাজ নষ্ট সমাজ
পিশাচের সাথে চলি নিজের হৃদয়ে বিরহ ধারন করে নিজের মনের কথা খোলসা করার জন্য অপর কে বলি।
এটি নিহাত অন্যায়
নিজের কথা বলবার মন কই পাই কেনই বা তাকে বলি।
নিস্তব্ধ চারিদিকে জোনাক জ্বলে বাঁশঝাড়ে
নিঝুম রাত্রিতে চারিদিকে ঝিঝি শব্দ কানে শন শন করছে।
ধরলা নদীর কিনারায় বালু চরের পিঠে খড়ের ছাউনিতে মোরা ঘরের চারিদিকে পাঠখড়ি মোরানো বেড়ায় ভিতরে টং চকিতে শুয়ে আছে মনো।
বৃদ্ধ মনোর সবেই ছিলো
গোলা ভরা ধান
গোয়াল ভরা গরু
পুকুরে মাছ
সব ধরলার পেটে।
সেই শোকে স্বামী সন্তান সব হারিয়ে
মনো এখন স্বামী সন্তানের স্মৃতি বুকে চেপে ধরে সেই ভাঙ্গা বাড়ীতে পরে আছে মনো।
মনোর কোথাও যাওয়ার জায়গা নাই।
ভিক্ষা করে চলে মনো।
জীবন প্রদীপ উজ্জিবিত করার ইচ্ছা সকলের আছে। কিন্তু নিয়তির নিষ্ঠুরতা মানুষকে কাদাঁয়
চোখের জল বাহির করে দেয়।
প্রতিটি মানুষের একটি মন আছে
সেই মন রংধনু কে হার মানায়।
ধরুন আপনি চোর হয়েছেন
তো এই মন আপনাকে চোর বানালো।
মানুষের তো দোষ নাই মনের দোষ।
তাই নিজের মনের প্রশান্তি ও মনের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো মন খুজতে হবে।
ভালো মানুষ নয় ভালো মন কে খুঁজুন।