স্টাফ রিপোর্টার
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল ক্রয়ের কারনে এক ব্যবসায়ীর ৭ দিনের কারাদন্ড ও ২১ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জানাগেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে কোন্দলের কারনে জয়মনির হাট খাদ্য গুদাম থেকে সোমবার ভিজিএফের চাল বিতরণ করা হয়। উক্ত স্থানে আফতাব মন্ডল নামে আন্ধারীঝাড়ের এক ব্যবসায়ী স্লিপ ক্রয়ের মাধ্যমে ২১ বস্তা চাল ক্রয় করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী ঐদিন বিকেলে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন কালে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ ব্যবসায়ীকে ৭ দিনের কারা দন্ড এবং সমুদয় চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।