ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাড়িতে আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
জানাগেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ আব্দুল হকের বাড়িতে শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বসতবাড়ির এল প্যাটার্ন ঘর সহ সম্পুর্ন বাড়ি ও আসবাব পত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়। এই আগুনে তার ভাই তিলাই ইউপির সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদের বাড়িও আংশিক পুড়ে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।