এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড়ে এ অগ্নিকান্ড ঘটে।
জানা গেছে, উপজেলা সদরের সাদ্দাম মোড়ে তিলাই ইউনিয়নের আব্দুল হালিমের লেপ তোষকের দোকান হাবিবুল্লাহ ট্রেডার্সে দুপুরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পাশ্ববর্তী পাইকেরছড়া ইউনিয়নের মাইদুল ইসলামের মাইদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লেগে ৩টি টিনের ঘর সহ দোকানের মালামাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং তৌহিদুল ইসলামের মটর সাইকেল সার্ভিসিং সেন্টারের আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
প্রত্যক্ষদশীরা জানায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে আগুন মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলের ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।