ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ২৭.১০.১৭
গত শুক্রবার ভুরুঙ্গামারীতে অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যান সমিতির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সমিতির কার্যালয়ে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (অবঃ) মেজর মোঃ আব্দুস সালাম,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মেজর মোঃ ইউনুস(অবঃ),সিনিয়র এএসপি আহম্মদ আলী, নীলফামারী জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সীলের সহঃ সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ও প্রধান উপদেষ্টা মোঃ ওসমানগনী। অনুষ্ঠানে উপজেলার অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সদস্যদের স্ত্রী পুত্র পরিজনেরা অংশ গ্রহন করে। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) মোস্তাফিজুর রহমান ও বলদিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাঈদুল ইসলাম মুকুল।