CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা শিলখুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও তিলাই ইউনিয়ন যুবলীগের ৭নং ওয়ার্ড সভাপতি শাহজাহান আলী। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের শালঝোড় গ্রামের মৃত হযরত আলীর ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৪২) কে শালঝোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ও তিলাই ইউনিয়নের মুনছের আলীর ছেলে শাহজাহান আলী (৪০) কে ধামেরহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *