ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আদালতের নির্দেশে দাফনের ৪৪ দিন পর কবর থেকে ফয়জার রহমান নামক এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। রোববার (৯ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যিাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইর কুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি পোস্ট মর্টেমের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
জানা যায়, ১৮ এপ্রিল’২৪ বানুর কুটি গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে ফয়জার রহমান আহত হন। দুই দিন ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গত ২৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। এ বিষয়ে ১মে নিহতের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ঘটনায় জড়িত সালেহ আকরাম,লুৎফর রহান,ফরিদ আলীসহ ৫ জনের নামে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে বিজ্ঞ আদালদ ১৫ মে এক আদেশে দাফনকৃত লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয়।