ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ঘটনায় জানাগেছে সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বৈদ্যতিক মিস্ত্রী নুরু মিয়া মেকারের বখাটে পুত্র মোখলেছুর রহমান শান্ত(২০) প্রায় সময় একই গ্রামের ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়ার প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। ঐ স্কুল ছাত্রী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে তার পিতামাতাকে জানায়।এ বিষয়ে ইতিপুর্বে গ্রাম্য বিচার হলেও ঐ ছাত্রীকে দেখামাত্র তার বুকে ট্যাটো আমি দেওয়ানা লেখা দেখাতো এবং বিভিন্ন অঙ্গীভঙ্গী করতো। গত ৪ জুন ঐ স্কুল ছাত্রী তার বান্ধবীসহ প্রাইভেট পড়ে ভুরুঙ্গামারী সরকারী কলেজ মোড় সংলগ্ন মজনু মিয়ার বাড়ীর সামনে আসা মাত্র ঐ বখাটে যুবক শান্ত তার প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার জন্য পথরোধ করে দাড়ায়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জাপটে ধরলে ঐ স্কুলছাত্রীর চিৎকার শুনে বাড়ির মালিক মজনু পিয়ন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।অপরদিকে পরের দিন ৫ জুন আবারও ঐ ছাত্রীকে আটক করে জাপটে ধরার সময় মেয়েটি আর্তচিৎকার করলে এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে বখাটে শান্তকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে থানায় নিয়ে যায়। পরে পুলিশি পাহাড়ায় এলাকাবাসী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করে এবং ঐ স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে এজাহার দায়ের করে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *