ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।মাদক বিরোধী অভিযানে ভুরুঙ্গামারী থানার এস আই আতিক নুর,এসআই রোকনুজ্জামান ও এএসআই বুলবুল ইসলামসহ টহল পুলিশটীম শুক্রবার  রাতে  ভুরুঙ্গামারী থানার চরভুরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী নামক গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে ঐ বসত বাড়ি থেকে ০৫ বোতল ভারতীয় ফেন্সীডিল,০৯ বোতল স্কাফ ও ৩০০ পিছ ইয়াবাসহ আব্দুল হামিদকে আটক করে।উল্লেখ্য আটক আব্দুল হামিদ নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা এবং চরভুরুঙ্গামারী বানিয়াটারী থেকে  মাদক ব্যবসা  করে আসছিল। অপরদিকে

চর ভুরুঙ্গামারী  আরেক  অভিযানে দেওয়ানের খামার গ্রামের মৃত ইউসুফ আলী ব্যাপারীর পুত্র  সামিউল ইসলাম সানি ব্যাপারী (২৫)ও ইউনুছ আলীর পুত্র  আরিফুল ইসলাম আপেল(২৫)  নামে দুজনকে আটক করে তাদের নিকট থেকে ১,৭ গ্রাম হিরোইন  ও ২ পিছ ইয়াবাসহ আটক করেছে। ভুরুঙ্গামারী থানার ওসি(তদন্ত) জাহিদুল ইসলাম জানান আটককৃতদের বিরুদ্ধে পৃথক  মামলা দায়ের করে বিজ্ঞা আদালতে পাঠানো হয়েছে। মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *