ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা ট্যাবলেট সহ ৪ যুবককে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার এ এস আই মুক্তা সরকারের নেতৃত্ব টহল পুলিশ বুধবার রাত আড়াইটায় উপজেলা সদরের কেজি স্কুলের উত্তর পাশে অভিযান চালিয়ে একটি ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ যুববকে আটক করে। গতকাল বৃহস্পতিবার আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটকৃতরা হলো উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের সুরেন্দ নাথের ছেলে সুশান্ত সরকার, দক্ষিন বাঁশজানী গ্রামের আলহাজ আবু তাহেরের ছেলে আহমদ আলী, দেওয়ানেরখামার গ্রামের সদরুলের ছেলে সেলিম আহমেদ সৈকত, নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে ভূরুঙ্গামারী থানায় দুটি মামলা হয়েছে। মামলা নং- ৩ ও ৪ তারিখ- ০৫-০১-১৭।