ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম থেকেঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ,দুর্নীতি ও উৎকোচ গ্রহনের কয়েকদফা অভিযোগ প্রেরণ করলেও ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। তার দুর্নীতির কারনে ভুরুঙ্গামারীতে প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে।
অভিযোগে জানাগেছে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার সরকার কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক কর্মসুচি হাতে নেয়। এ কর্মসুচির অংশ হিসাবে উপজেলার ১০ টি ইউনিয়নে দল করে কার্যক্রম পরিচালনার জন্য ফিল্ড সুপারভাইজার ও মাঠ কর্মীদের মাধ্যমে স্বল্প সুদে ্ঋণ বিতরনের নিয়ম থাকলেও উপজেলা সমন্বয়কারী বিকাশ ডাকুয়া দায়িত্ব গ্রহনের পর বিভিন্ন অনিয়ম,দুর্নীতির কারনে প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে।জানাগেছে উক্ত বিকাশ ডাকুয়া যোগদানের পর থেকে প্রকল্পের কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। অফিসে কম্পিউটার কাম অফিস সহকারী ইসমাইল হোসেনের নিকট যোগদানের সময় ১০ হাজার টাকা উৎকোচ না দেয়ার কারনে তাকে ১ মাস পর্যন্ত যোগদান পত্র গ্রহনে বিলম্ব সহ ৪ মাস পর্যন্ত বেতন বন্ধ রাখে। শুধু তাই নয় উক্ত পদে ইসমাইলকে দায়িত্ব বুঝে না দিয়ে আকলিমা নামে এক মাঠকর্মীকে অতিরিক্ত কম্পিউটার অপারেটর হিসাবে দায়িত্ব দিয়ে প্রকল্পের ২২ লক্ষ ৮৫ হাজার টাকা সরিয়ে দুজনে ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করলে প্রকল্পের সকল ষ্টাফ কর্তৃক স্বাক্ষরিত অভিযোগ করলে প্রায় দেড় বছর পরে পর্যায়ক্রমে জমা দেয় এর ফলে সমিতির ঋণ গ্রহীতাদের ঋণের সার্ভিস চার্জ দ্বিগুন পরিশোধ করতে হয়েছে। এছাড়া সমিতিগুলো কিরুপ চলছে জানতে চাইলে সমিতির ম্যানেজার সোহরাব আলীর অভিযোগ ভুরুঙ্গামারীতে বিকাশ ডাকুয়া যোগদানের পর সমিতির কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। উপজেলা সমন্বয়কারী পাথরডুবি ইউনিয়ন ছাড়া অন্য ইউনিয়নের সমিতিতে তাকে পাওয়া যায়না এবং সমিতির ম্যানেজার ও সভাপতিদের সঙ্গে কোন সমন্বয় নেই বলে তিনি তাকে বদলীর জন্য ইতিপুর্বে উপজেলা নির্বাহী অফিসারসহ উধ্বতন কর্তৃপক্ষের বরাবর অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি বলে জানান।এছাড়া প্রকল্পের মোটর সাইকেলটি বলদিয়া ইউনিয়নের মাঠকর্মীর নিকট ২০ হাজার টাকা বন্ধক রাখারও অভিযোগ রয়েছে বলে জানাগেছে। বিকাশ ডাকুয়ার বিরুদ্ধে ইতিপুর্বে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় প্রকল্পের বিভিন্ন অনিয়ম ও প্রায় ৪০ লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে কয়েকদফা সংবাদ প্রকাশের পর তাকে ভুরুঙ্গামারীতে বদলী করা হয়েছে। এদিকে প্রকল্পে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিষয় জানতে চাইলে বিকাশ ডাকুয়া জানান,যদি মনে হয় সংবাদ প্রকাশ করেন আর না হলে প্রকাশ করবেন না। সংবাদ প্রকাশ করে কোন লাভ নেই । উল্লেখ্য কম্পিউটার কাম অফিস সহকারী ইসমাইল হোসেনকে তার দায়িত্ব ঠিকমত বুঝে না দিয়ে তাকে হয়রানীর উদ্দেশ্যেসমিতির টাকা হস্তমজুদ রয়েছে অজুহাতে তার বেতন বন্ধ দেখিয়ে বেতনের টাকা উত্তোলন করে তাকে না দিয়ে ব্যাংকে জমা রাখেন এবং পরে বিষয়টি নিয়ে কয়েকদফা বৈঠকের পর ২০১৬ সালের জুন মাস থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত বেতনের টাকা প্রদান করেন। অনতি বিলম্বে বিকাশ ডাকুয়ার বিরুদ্ধে প্রেরিত অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহন না করলে ভুরুঙ্গামারীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পটির কার্যক্রম ভেস্তে যাবে এবং সমিতির সদস্যরা লক্ষ লক্ষ টাকা প্রতারিত হবে বলে একটি মহল ধারনা করছেন।