ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানার বিভিন্ন মোড়,হাটবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় সংক্ষিপ্ত আলোচনা, লিফলেট বিতরণ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি এবং অবৈধ মজুদদারী রোধে বাজার মনিটরিং নিয়ে থানা পুলিশের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করেছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন গুজব,আতংক ছড়াচ্ছে একটি বিশেষ মহল। তবে জনসচেতনতাই এ ভাইরাস থেকে মুক্ত থাকার সর্বোত্তম উপায়। এ বিষয়ে জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুরুঙ্গামারী থানা পুলিশ দিবারত্রি ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে। এছাড়া একটি চক্র করোনা ভাইরাসের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি এবং অবৈধ মজুদদারী রোধে বাজার মনিটরিংয়ের কাজ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন ভ্রাম্যমান আদালত পরিচালনায় সক্রিয় অংশ গ্রহন করছে। তিনি আরোও বলেন পুলিশ যেকোন মুল্যে পণ্যের মুল্য বৃদ্ধি ও অবৈধ মজুদদারীরোধে সর্বদা কাজ করে যাচ্ছে এছাড়া বিদেশ ফেরতদের বাড়িতে কোয়ারেন্টাইন পালন করছে কিনা এ বিষয়েও সর্বদা নজরদারী রাখা হচ্ছে। করোনা প্রতিরোধে বাংলাদেশের অন্যান্য থানার চেয়ে ভুরুঙ্গামারী থানা বিশেষ ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উপজেলা প্রশাসন অনুরুপ কার্যক্রম অব্যাহত রেখেছে