ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের চেষ্ঠা। প্রতিকার চেয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ।
অভিযোগে জানাগেছে চলতি অর্থ বছরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ বাঁশজানী গ্রামের “ নয়ান আলীর বাড়ি হইতে বিলায়েত এর বাড়ি পর্যন্ত ”রাস্তা সংস্কার জন্য কাজের বিনিময়ে টাকা(কাবিটা) প্রকল্পের ২,৩০০০০/= (দুই লক্ষ ত্রিশ হাজার)টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্পের সভাপতি ও ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরফান আলী প্রকল্পের কাজ না করিয়াই ইতিমধ্যে ১ম,২য় ও ৩য় কিস্তির টাকা উত্তোলন করে ৪০ দিনের কর্মসুজন প্রকল্পের শ্রমিক দিয়ে ৩০/৪০ মিটার রাস্তার পুকুর পাড় ভরাট করে উত্তোলনকৃত টাকা আত্মসাত করে । এলাকাবাসী প্রকল্পের বিষয়টি জানার পর উক্ত ইউপি সদস্যকে কাজ না করার কারন জানতে চাইলে তিনি প্রকল্পের কাজ করেছেন বলে জানান । এলাকাবাসী আরও জানান, পরিদর্শনের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিসের দায়িত্বে থাকা উপসহাকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত দায়িত্ব পালন না করার সুযোগে তিনি ৪০ দিনের কর্মসুজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে ২ দিন কাজ করান। পরে এলাকাবাসী গত ২ জুন প্রকল্পের কাজ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রকল্পের সভাপতি আরফান আলীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,মাটি না পাওয়ার কারনে কাজের বিলম্বিত হচ্ছে,তবে ২/১ দিনে মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।
প্রকল্পের বিষয়ে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীন আলম বলেন ,অভিযোগের বিষটি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।