ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষক ও কিষাণীদের সার্বিক জীবন মান উন্নয়নের লক্ষে কিষাণী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে উপজেলা প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ কিষাণী সভার আয়োজনে কোষ্টট্রাষ্ট ও এমটিসিপি-২ সহযোগিতায় ষ্টেকহোল্ডারস কিষাণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন মাকসুদুর রহমান ব্যবস্থাপক টেকনিক্যাল কোষ্টট্রাষ্ট, ঢাকা।
কৃষক ফেডারেশনের জেলা সম্পাদক আরিফুজ্জামান রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, আব্দুল আলিম, কাশিমবাজার স্বাস্থ্য সেবা সংস্থার নির্বাহী পরিচালক তোফাজ্জল হোসেন, কৃষাণী ফেডারেশনের জেনারেল সেক্রেটারী সাবিনা ইয়াছমিন. উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার প্রমুখ। সভায় কীটনাশক ব্যতিত সবজী চাষ, বিভিন্ন বীজ সংরক্ষন পদ্ধতি, প্রাকৃতিক উপায়ে শুটকি মাছ প্রস্তুতকরন, কৃষি পন্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরন বিষয়ে আলোচনা করা হয়।