এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গছিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলীজনিত কারনে দুই জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারী) দুপুরে গছিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক মমতাজ মন্ডল ও আসাদুজ্জামানকে এ সংবর্ধনা দেয়া হয়।
গছিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন। বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আসাদুজ্জামান খোকন, নুরুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক এ এস খোকন প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের উপহার প্রদান করা হয়।