ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে মাদক নির্মুল অভিযানে গাজার গাছসহ ইমান আলী ভুট্টু(৪৫) নামের এক মাদক সেবিকে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওসমাণ গনীর নেতৃত্বে এ,এস,আই মনোয়ার হোসেন,মুক্তা সরকার,আব্দুল আউয়াল উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত জসীম উদ্দিনের পুত্র ইমান আলী ওরফে ভুট্টু(৪৫)র বাড়িতে অভিযান চালিয়ে একটি চারফুট উচ্চতার গাজার গাছ সহ তাকে আটক করে। পরে ওসমাণ গনী বাদী হয়ে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৮(ক)ধারায় মামলা করে তাকে জেলহাজতে প্রেরন করে। এলাকাবাসী জানায় ইমান আলী দীর্ঘ ৩২ বছর যাবৎ সে নিয়মিত গাজা সেবন করে আসছে। অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির নিশ্চিত করে জানান,মাদক ভুরুঙ্গামারী উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন