ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৮২০ পিস ইয়াবাসহ আব্দুল মালেক নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে র্যাব। র্যাবের মামলায় তাকে কোটে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, র্যাব-১৩ ইউনিটের একটি দল গোপন খবরে জানতে পেরে সোমবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্বভোটহাট এলাকার আশরাফ আলীর বাড়ির কাছ থেকে অভিযান চালিয়ে ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালেককে আটক করে। তার বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামে। পিতার নাম আবু তালেব মল্লিক।
মঙ্গলবার র্যাব-১৩ এর পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা রুজু করে আটক মালেককে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক ব্যক্তিকে কোর্টে পাঠানো হয়েছে। অপরদিকে সোমবার রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার রোডে অভিযান চালিয়ে গাজা সেবনের অভিযোগে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, রিয়াজুল হক, আবুবকর সিদ্দিক ও শফিকুল ইসলাম কে আটক করে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়।