ষ্টাফ রিপোর্টার
ভুরুঙ্গামারীতে এক ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারী রাস্তার গাছ কর্তনের পর ক্ষুদ্ধ এলাকাবাসী গাছ আটকের পর থানায় জমা দেন।
জানাগেছে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন একের পর এক সরকারী রাস্তার গাছ কর্তন করলেও প্রশাসনে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে গত ২৯ মে জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামে নওশাদ আলীর বাড়ি সংলগ্ন সরকারী রাস্তার তিনটি বড় আকারের ইউক্লিপ্টাস গাছ কর্তনের সময় আটক করে। এলাকাবাসী জানায় চেয়ারম্যান জালাল উদ্দিনের উপস্থিতিতেই গাছ কর্তন শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে দেখা যায় গ্রাম পুলিশের উপস্থিতিতেই গাছ কর্তন চলছে। গাছ কর্তনের বিষয়ে গ্রাম পুলিশের নিকট জানতে চাইলে তিনি জানান উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যানকে গাছ কর্তনের অনুমতি দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কর্তনের অনুমতি দেননি বলে জানান। ইউপি সদস্য ছফর উদ্দিনের নিকট গাছ কর্তনের বিষয়ে কিছুই জানেন না বলে জানান। ইউপি চেয়ারম্যান একের পর এক সরকারী রাস্তার গাছ কর্তন করলেও প্রশাসনের কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী গাছ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ কর্তনকৃত গাছ উদ্ধার করে থানায় আনে। উল্লেখ্য ইতিপুর্বে শিংঝাড় এলাকার খাসির ভিটা এলাকায় গাছ কর্তন করেছেন চেয়ারম্যান জালাল উদ্দিন। গাছ কর্তনের বিষয়ে জালাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।