আসাদুজ্জামান খোকন,সিটি এডিটর
ভুরুঙ্গামারীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলার ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম ও থানা ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম। অধ্যক্ষ মুকুল চৌধুরীর সভাপতিত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের ইংরেজি প্রভাষক গোলাম ফারুক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্রী স্বপন কুমার সাহা ,কলেজের ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আসাদুল আলম,লোপা ও আশা প্রমুখ। বক্তারা সকলকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দুর করতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক সরকার রকীব আহমেদ জুয়েল। আলোচনা সভায় কলেজের ৫ শতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। অপরদিকে ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজেও অনুরুপ কর্মসুচির আয়োজন করার সংবাদ পাওয়া গেছে