ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জনতা ব্যাংক লিঃ এরিয়া অফিস কুড়িগ্রাম শাখার উদ্যোগে অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
গত বুধবার উপজেলার বঙ্গসোনাহাট ও পাথরডুবি ইউনিয়ন পরিষদে এ কম্বল বিতরন করেন জনতা ব্যাংক এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক রমেন্দ্র নারায়ন মন্ডল। উপস্থিত ছিলেন এজিএম আব্দুল মোনতাকিম, জনতা ব্যাংক ভুরুঙ্গামারী শাখা ব্যাবস্থাপক জিয়াউর রহমান, রায়গঞ্জ শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, পাথরডুবি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু প্রমুখ। এ সময় দুটি ইউনিয়নে প্রায় ৪শ পিচ কম্বল বিতরন করা হয়।