এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
পরিবার পরিকল্পনা মা ও শিশুস্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব এবং জেন্ডার বিষয়ক কার্যক্রমে পুরুষদের অংশগ্রহন বৃদ্ধির লক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের নিয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে অুনষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মনিটরিং অফিসার আরজুমান আরা বেগম।
উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আহসানুল হক প্রমুখ।