ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টি কর্তৃক ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজে এই ইফতার পার্টি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম,কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য আলহাজ মাহবুব জামান রঞ্জু ব্যাপারী। উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজের সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেল উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ও বিশিষ্ট ঠিকাদার ওয়াহেদুজ্জামান সরকার,উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আলহাজ রমজান আলী মন্ডল,উপজেলা যুব সংহতির নেতা ডাঃ মোর্শারফ হোসেন কিংকং,শাহীন ব্যাপারী সোহেল প্রমুখ। ইফতার পার্টি ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সহস্্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।