ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম,নগদ ৬হাজার ৫ শ টাকা,৬টি মোবাইল ফোন,২সেট তাস,৩টি মোটর সাইকেল,চট ও চাদরসহ খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করার সময় ৩ জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও ৫ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাগেছে ভুরুঙ্গামারী থানা পুলিশের পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে এসআই শাহিন আলম,এএসআই রাজু আহম্মেদ ও পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল চর ভুরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের আব্দুস সামাদ দুদুর পুত্র জনৈক মোঃ জিসান মিয়ার উত্তর ভিটার পশ্চিম দুয়ারী চৌচালা টিন সেট দোকান ঘরের ভিতর তাস ও টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় চর ভুরুঙ্গামারী গ্রামের ছফর উদ্দিনের পুত্র মোঃ সুজন মাহামুদ (২৪), পিতা-মোঃ ছফর উদ্দিন, ইসলামপুর গ্রামের সাইফুর রহমানের পুত্র মোঃ আতিক হাসান (১৯), তিলাই আনন্দ বাজার গ্রামের তমিজ উদ্দিনের পুত্র
মোঃ আমিনুর ইসলাম (২৫),কচাকাটা থানার দক্ষিণ বলদিয়া রাঙ্গালীরকুটি গ্রামের কাশেম আলীর পুত্র
মোঃ হাবিব (২৩), আব্দুল হাই এর পুত্র খাইরুল আলম রনী(২৩) ২৩ এপ্রিল রাত ৩ঘটিকার সময় জুয়ার সরঞ্জামসহ আটক করে।তবে এসময় ৩ জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান
উক্ত ঘটনায় আটক ও পলাতক সহ মোট ৮ জনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতাকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।তিনি আরও জানান কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।