ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জুয়া ও মদের আসর থেকে ৭ ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে নয় হাজার আটশত টাকা জরিমানা করে ৭ জনকেই মুক্তি। জানা যায়, রবিবার গভীর রাত্রিতে পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হাসান ,গছিডাঙ্গা গ্রমের জব্বার আলীর পুত্র সাজ্জাদুল ও মজাহার আলীর পুত্র মন্জুর আলম,কে মদ সেবনের দায়ে এবং শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের লোকমানের পুত্র দিদার আলী,মোহাম্মদ আলীর পুত্র রিযাজুল, আনসারের পুত্র আঃ সালাম, মোহাম্মদের পুত্র সোহেল মিয়াকে তাস দিয়ে জুয়া খেলার দায়ে পুলিশ আটক করা হয়। গতকাল সোমবার ইউএনও আজাহারুল ইসলামের ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর প্রত্যেকের তিন হাজার করে ও জুয়ারু ৪ জনের প্রত্যেকের দুইশত টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।