ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে জেলা প্রশাসকের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা বৃদ্ধি,ইভটিজিং বন্ধ মাদককে না ,বাল্যবিবাহ রোধ ও মানসম্মত শিক্ষা সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান এ,কে,এম মাহমুদুর রহমান রোজেনের সভাপতিত্বে
এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খাঁন মোঃ নুরুল আমিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ও উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন এলাকার প্রতিটি পাড়া মহল্লায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা বৃদ্ধি করে,ইভটিজিং বন্ধ এবং মাদক নির্মুল সহ বাল্য বিবাহ রোধ এবং মান সম্মত শিক্ষা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। অপরদিকে ঐ দিনই উপজেলা হলরুমে অধুনালুপ্ত ছিটমহল বাসীর সাথেও মত বিনিময় কালে তিনি ছিটমহলবাসীদের বিভিন্ন নাগরিক সুবিধা প্রদানে সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন বর্তমান প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভুমিকায় ছিটমহলবাসীরা আজ আমাদের দেশের নাগরিকতা পেয়ে তারা নাগরিক সুবিধা পাচ্ছে। ইতিমধ্যে তাদের যাতায়াতের জন্য রাস্তাঘাট,বিদ্যুৎ ,শিক্ষা বিভিন্ন সুবিধা পাচ্ছে। কোন ক্রমে ছিটমহলগুলোতে যেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদীরা আশ্রয় না পায় সে দিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।