বিশেষ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে সর্বদলীয় ঐক্যের উদ্যোগে তিন দিন ব্যাপী গ্রাম বাংলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আন্ধারীঝাড় ইউপির সাবেক চেয়ারম্যান আমির হোসেন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও জয়মনিরহাট ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল ইসলাম প্রমুখ। বিশিষ্ট ব্যবসায়ী ও আন্ধারীঝাড় ইউপির জাপার মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাবেদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত অফিসার শ্রী তাপস চন্দ্র পন্ডিত,বিশিষ্ট ব্যবসায়ী সুলায়মান আলী প্রমুখ। খেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ টি ঘোড়া নিয়ে সওয়ারীরা অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় নাগেশ্বরী উপজেলার চান্দের হাটের আব্দুল আলিমের ঘোড়া ১ম,উপজেলার আন্ধারীঝাড়ের আলাল হোসেনের ঘোড়া ২য় এবং নওগা থেকে আগত একমাত্র মহিলা ঘোড়া সওয়ারী তাসলিমা পারভীন ৩য় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী,কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ সরকার ,আব্দুল জলিল সরকার ও বনিক সমিতির সভাপতি আমজাদ হোসেন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *