এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ আব্দুর রহমান যোগদান করেছেন। গত ২৯ জুলাই তিনি এ উপজেলায় যোগদান করেন। এর পূর্বে তিনি চঁাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট গ্রামে।
যোগদান উপলক্ষে সোমবার (২ আগষ্ট) দুপুরে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ভুরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন ও সাধারন সম্পাদক ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগন উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভুরুঙ্গামারী উপজেলার এম্বাসেডরগন।
এ সময় তিনি, বর্তমান পরিস্থিতিতে মাউশি‘র প্রচলিত বিধি অনুসরনপূর্বক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে সকলের সম্বিলিত সহযোগিতা কামনা করেন।