ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতা
নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশোর উদ্যোগে ভুরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ভুরুঙ্গামারী সরকারী কলেজ হলরুমে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র এএসপি মোঃ শওকত আলীর সভাপতিত্বে সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রী দীপক কুমার দেব শর্মা। সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন রোধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী তালুকদার ডাব্লু,আরডিআরএস এর বিবিএফজি প্রকল্পের কো অর্ডিনেটর রবিউল ইসলাম,সদর ইউপি সদস্য আসাদুজ্জামান এরশাদ,বাবুল হোসেন,উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ আসমাউল হুসনা আাশা প্রমুখ। সমাবেশে বিভিন্ন পেশার প্রায় দুই শতাধিক লোকজন অংশ গ্রহন করে।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এসআই আতিক নুর।