ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে নিখোঁজের ২ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করছে এলাকাবাসী। জানাগেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র আলহাজ আব্দুর রহমান(৯০) নামে এক বৃদ্ধ গত রবিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুজতে থাকে। এদিকে মঙ্গলবার বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে স্থানীয় গদাধর নদীতে স্থানীয় লোকজন বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার পর খবর পেয়ে মৃতের স্বজনরা এসে লাশ সনাক্ত করে। ওসি মুহাঃ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।