ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে দোকানের বেড়া কেটে চুরি করার সময় নৈশ প্রহরীর হাতে চোর আটক।জানাগেছে রাত ৩ টার সময় ভুরুঙ্গামারী বাজারের মুদি দোকানদার কার্তিক সাহার দোকানের বেড়া কেটে মালামাল চুরির সময় নৈশ প্রহরী ওসমান আলী ও আনোয়ার হোসেন জীবন(৩০) নামের একজনকে হাতে নাতে আটক করে। আটককৃত জীবন বসাক উপজেলার দেওয়ানের খামার গ্রামের ভানু বসাকের পুত্র। পরে গতকাল রবিবার আটক জীবন বসাককে থানা পুলিশ জেলহাজতে প্রেরন করেছে।