ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ – ২০২০ উপলক্ষে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির উদ্যোগে ১০০ টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ত্রান সামগ্রী ও পুষ্টিকর খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম,ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুহম্মদ শওকত আলী,অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ জালাল উদ্দীন মন্ডল, ভুরুংগামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।