ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বজ্রপাতে বসতঘর পুড়ে ফালু মিয়া(৭৫) ও তার স্ত্রী আজিরন নামে আহত হয়েছে। এ সময় বজ্রপাতের আগুনে ঘরে আগুন লেগে আসবাব পত্র,ধান,চাল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামের কুটি জজ মোড় নামক এলাকায় গত শনিবার এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী জানায় গত শনিবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার সময় প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত হয়। ঐ বজ্রপাতে ফালু মিয়ার ঘরে আগুন লাগলে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। বজ্রপাতের সাথে সাথেই বাড়িতে আগুন লেগে যায়। হঠাৎ ঘরে আগুন লাগায় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও ঘরের আসবাবপত্র,ধান,চাল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বজ্রপাতে আহত ফালু মিয়া,তার স্ত্রী আজিরন বেগমকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করে সুস্থ করে তোলে। পরে সকালে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের সাহায্য প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *