ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীর বলদিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া(খোচাবাড়ী) গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় ঐ গ্রামের খয়বর আলীর পুত্র আব্দুল আউয়াল (২৫) ও আব্দুল জব্বার আলীর পুত্র নজরুল ইসলাম (২৩) বাড়ির পাশেই জমিতে পাট কাটতে যায়। এ সময় বজ্রপাতে আউয়াল ঘটনাস্থলেই মারা যায় এবং নজরুল মারাত্মকভাবে আহত হয়। পরে লোকজন এগিয়ে গিয়ে মৃত আউয়ালের লাশ উদ্ধার করে বাড়িতে আনে এবং আহত নজরুল ইসলামকে চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন।কচাকাটা থানার ওসি মামুন-অর-রশীদ জানান,বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।