ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে বাল্য বিয়ের বলি হলো ৭ম শ্রেনীর এক ছাত্রী। গতকাল সোমবার বাড়ি থেকে পালানোর সময় লক্ষীর মোড় কড়ই তলায় ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে এ কিশোরীর।
জানাগেছে, উপজেলার সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের খলিলুর রহমানের কন্যা রীনা খাতুন (১৪)সোনাহাট বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত ৭ অক্টোবর শুক্রবার তিলাই ইউনিয়নের দক্ষিনছাট গোপালপুর গ্রামের মফিজুলের পুত্র রবিউল ইসলামের (২৩) সাথে রীনার বিয়ে হয়। গত রবিবার রবিউল শ্বশুড় বাড়িতে রাত্রি যাপন করে পরের দিন সোমবার রীনাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে ঝগড়া বাঁধে। একপর্যায়ে অভিমান করে রীনা বাড়ি থেকে পালিয়ে সোনাহাট স্থল বন্দরগামী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৬-০৬৭১ ।
বর্তমান ট্রাকটি পুলিশ হেফাজতে থাকলেও ড্রাইভার পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখার সময় উত্তেজিত এলাকাবাসী ভুরুঙ্গামারী – সোনাহাট স্থল বন্দরগামী রাস্তার লক্ষীর মোড় নামক স্থানে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।