বিশেষ প্রতিবেদনঃ
ভুরুঙ্গামারীতে লোকাল ও ঢাকাগামী নৈশ কোচগুলোতে অতিরিক্ত ভাড়া,যাত্রী পরিবহন ও মাদক বহন বন্ধে কোচের ড্রাইভার,সহকারী ও কাউন্টার মাষ্টারদের নিয়ে জরুরী বৈঠক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ । কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশক্রমে ভুরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার সমন্বয়ে গঠিত ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শওকত আলী। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল ইসলাম ও অফিসারবৃন্দ। এসময় সকল নৈশকোচের ড্রাইভার,সহাকারী ও কাউন্টার মাষ্টারদের উদ্দেশ্যে সার্কেল এএসপি জানান,করোনা প্রতিরোধ কল্পে সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকাগামী যাত্রীদের নিকট থেকে কোনক্রমেই অতিরিক্ত ভাড়া আদায়,অতিরিক্ত যাত্রী পরিবহন ও মাদক পরিবহন করা যাবে না। প্রতিদিন থানার বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ টীম বাসে বাসে তল্লাশি ও মনিটরিং রাখছে। তবে কোন পরিবহনে মাদক আটক হলে উক্ত পরিবহন অনির্দিষ্টকালের জন্য আটক এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমেদ বাশি,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ড্রাইভার