মোঃ শাহ আলম,সিঃ স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি ও আলোকিত ভুরুঙ্গামারীর যৌথ উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত মাষ্টার ওয়ারেন্ট অফিসার আলহাজ বজলুর রহমানের কন্যা হাসিনা বেগম ও স্থানীয় দাতাদের অর্থায়নে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চক্ষু শিবির/ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় মাহবুব ক্লিনিকে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সীলের সহঃ সাংগঠনিক সম্পাদক ও অবসর প্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ওসমানগনী। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,আলোকিত ভুরুঙ্গামারী সামাজিক সংগঠনের সভানেত্রী মোছাঃ শাহানারা বেগম মীরা,রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ মোঃ মোফাখ খারুল ইসলাম মুকুল প্রমুখ। উক্ত চক্ষু শিবির/ছানি অপারেশন ক্যাম্পেইনে প্রায় শতাধিক চক্ষু রোগীদের পরীক্ষা নিরীক্ষা ও ২০ জন রোগীর চক্ষু অপারেশন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান কবির আরমী।