ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীর জয়মনিরহাটে সোমবার বিকাল ৫ টার সময় কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনা মোতাবেক বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান। মতবিনিময় সভায় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে পরিচয় করিয়ে দিয়ে মাদক, জুয়া,জমি-জমা সহ যে কোন অপরাধের তথ্য তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ওসির মোবাইল নাম্বার এবং জরুরি সেবা পেতে ৯৯৯ এ ফোন করে জানাতে অনুরোধ করা হয়। সভায় গন-মানুষের জন্য পুলিশের কল্যাণকর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় মহামারীতে করণীয় ও বর্জনীয় উল্লেখসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করা হয়।