27-4-17

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে চলতি বোরো মৌসুমে নেগ ব্লাষ্ট রোগ ক্রমেই দ্রুত ছড়িয়ে পড়ে মারাত্মক রুপ ধারণ করছে। ফলে বোরো উৎপাদনকারী চাষীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জানা গেছে , চলতি মৌসুমে উপজেলায় মোট ১৩হাজার ৪ শত ৭৭ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধার্যকরা হয় ৮০হাজার ৮ শ’৬২ মেঃ টন। সার-বীজ ও ডিজেল-বিদ্যুতের কোন প্রকার ঘাটতি না থাকায় কৃষক আশায় বুক বেধে মনের আনন্দে তাদের ক্ষেত-খামারে আবাদ করেছেন। প্রতি বিঘা বোরো চাষে কৃষকের গড় খরচ পড়েছে ৮ হাজার টাকা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ধান ক্ষেতে নেগ ব্লাষ্ট রোগের প্রার্দুভাব হওয়ায় বহু কৃষকের সেই স্বপ্ন ধুলিস্বাৎ হতে চলেছে। বিশেষতঃ যারা ব্রি-ধান ২৮ চাষ করেছেন সেই সব জমির ফসলে এই রোগের আক্রমন হয়েছে সবচেয়ে বেশি। জয়মনিরহাটের আফসার আলী ,পাথরডুবির জমশের আলী, আঙ্গারীয়ার কার্তিক, বলদিয়ার কৃষক আব্দুল হামিদ,মালেক ব্যাপারীসহ অনেক কৃষকের সাথে কথা বলে জানা যায় যে ক্ষেত আক্রান্ত হওয়ার পর তারা প্রতিষেধক হিসেবে বাজারে প্রচলিত ছত্রাকনাশক ব্যবহার করে কোন সুফল পান নাই। ক্ষেতের অবস্থা এমনই যে তারা এক মুঠো ধানও ঘড়ে তুলতে পারবেন না। অনেকেই আক্রান্ত ক্ষেতের ধানের চারা কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আক্তারুজ্জামান বলেন ব্রি ২৮ ধানে এই রোগ আক্রমন করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এর পরিমান ৫০-৬০ হেক্টর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *