ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীতে উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কিশলয় বিদ্যানিকেতন মাঠে তাল গাছের বীজ ও তেতুল গাছের চারা (ঔষধী) রোপনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চেšধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে হাইব্রিড থাইল্যান্ডের নারকেল চারা, কাঠ বাদাম ও কাজু বাদামের চারা রোপন করা হয়। উলেখ্য, উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ শত হাইব্রিড নারকেল চারা ও ১শত কাঠ বাদাম ও কাজু বাদামের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া বজ্রপাত নিরোধক ২ হাজার তালের বীজ বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *