ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুর“ঙ্গামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হল র“মে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) জিন্নাতারা ইয়াছমিন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৫ জয়িতা নারীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।