ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ব্যাংক এশিয়ার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন ও প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং কুড়িগ্রাম জেলা ইনচার্য সাইদুল ইসলাম ও জেলা টিম লিডার আব্দুর রব।