বিশেষ প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ব্র্যাক কর্তৃক নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ব্র্যাকের পরিচালনায় উপজেলার কামাত আঙ্গারিয়া শিশু নিকেতনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা ব্র্যাক মাইক্রো ফিন্যান্স কর্মসচির এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী ব্র্যাক প্রগতি কর্মসুচির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান সুমন,।
সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচি(জি,জে,ডি) কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক জাহিদুর রহমান,ভুরুঙ্গামারী উপজেলা ব্যবস্থাপক শ্রী মৃনাল কান্তি রায়,ফুলবাড়ী উপজেলা ম্যানেজার শিরিনা আক্তার,প্রোগ্রাম অর্গানাইজার সালেহা সুলতানা এবং শিশু নিকেতনের সুকুমার রায়। তারা জানান,বেসরকারী সংস্থা ব্র্যাকের জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি(জিজেডি) কর্মসুচির মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা,নির্যাতন প্রতিরোধ,সমাজে বিভিন্ন বৈশম্যদুরীকরণ,বাল্য বিয়ে এবং যৌন হয়রানীর বিরুদ্ধে ব্যাপক ভুমিকা পালন করে আসছে। শুধু সরকার ও এনজিওদের উপর নির্ভর করলেই হবেনা সমাজের সকলের যৌথ ভুমিকাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে প্রতিরোধ করা।
সমাবেশে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ব্যাকের পরিচালিত কামাত আঙ্গারিয়া এডিপি ক্লাবের সদস্য,কামাত আঙ্গারিয়া দফাদার মোড় শিশু নিকেতন ও ,মুন্সীপাড়া ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ গ্রহন করে। পরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরন করে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল এশিয়ান বাংলা নিউজ ডট কম’র সম্পাদক ও প্রকাশক মনজুরুল ইসলাম