বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে রোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্র্যাকের পরিচালনায় উপজেলার আরেয়ারকুঠি শিশু নিকেতনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচি(জি,জে,ডি) কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক জাহিদুর রহমান, সেক্টর স্পেশালিষ্ট মোস্তফা কামাল উপজেলা ব্যবস্থাপক শ্রী মৃনাল কান্তি রায় এবং শিশু নিকেতনের সুকুমার রায়। জেলা ব্যবস্থাপক জাহিদুর রহমান জানান, ব্র্যাকের জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি কর্মসুচির মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন প্রতিরোধ,বৈষম্যদূরীকরণ, বাল্য বিয়ে এবং যৌন হয়রানী মোকাবেলায় কাজ করে যাচ্ছে। সমাবেশে পাইকের ছড়া ইউপির বিপিএস স্কুলসহ, ৪টি শিশু নিকেতন এবং এডিপি ক্লাবের অভিভাবকরা অংশ গ্রহন করে।