ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ১৯ বোতল ফেন্সীডিল ও ৫ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান(পিপিএম) এর দিক নির্দেশনায় ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় গ্রাম হতে ১৯ বোতল ভারতীয় ফেন্সীডিল ও নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ আজিজুল ইসলাম বাংগাল নামে এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। আজিজুল ইসলাম বাংগাল নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা কানুরকুটি গ্রামের হবিবর রহমানের পুত্র এবং একজন মাদক কারবারী। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।