ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সদর ইউপি‘র প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আব্দুল জলিল সরকার।
উল্লেখ্য আগামী (৫-১৯ জুন) ২০২১ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশুদের এ ভিটামিন খাওয়ানো হবে।