ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে ও উদ্ভাবনী শক্তি বাড়াতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দুটি ভ্রাম্যমান বাসের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে এপ্রদর্শনীর উদ্যোগ গ্রহন করছে। এরই অংশ হিসাবে গত শনিবার উপজেলার জয়মনিরহাট উচ্চ বিদ্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজ , পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, জয়মনিরহাট উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। এসময় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, এএসপি (সার্কেল) আহম্মদ আলী, মুক্তিযোদ্ধা ওসমান গণি, প্রধান শিক্ষক ফজলুল হক ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রর্দশনীতে বিজ্ঞানের চতুরমাত্রা মুভি ও বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী প্রাকটিকেলের মাধ্যমে দেখানো হয়। এসময় আগত শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী গুলো ঘুরে ঘুরে দেখান। এতে শিক্ষার্থীদের আগ্রহ আরো বেড়ে যায় এবং বেশ মনোযোগ সহকারে তারা প্রদর্শনী উপভোগ করেন। জয়মনির হাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র বায়জিদ , আনোয়ার ও রায়হান জানায়, ইউএনও স্যার ঘুরে ঘুরে বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী বিষয় প্রাকটিলের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আমাদের ভালো লেগেছে। তারা প্রতি বছর আরো একটু বেশী সময় নিয়ে এধরনের ভ্্রাম্যমান প্রর্শনী অনুষ্ঠানের দাবী জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *