আসাদুজ্জামান খোকন,সিটি এডিটর
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্বেচ্ছায় রক্তদান সংগঠন মানুষ মানুষের জন্য এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সংগঠনটির উদ্যোগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বর মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। মানুষ মানুষের জন্য রক্তদান সংগঠনটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রী কলেজ অধ্যক্ষ বাবুল আকতার, ডাঃ মাহমুদুল হাসান প্রমুখ।